March 5, 2021, 10:07 am
আলোকিত ডেস্ক : জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অনিয়ম-অবহেলার প্রতিবাদ করায় এমপি মাশরাফি বিন মোর্ত্তজাকে নিয়ে ডাঃ নূরের সমালোচনার জবাব দিয়েছেন অধ্যক্ষ মোঃ রওশন আলী। নড়াইল জেলা বেসরকারি স্কুল,কলেজ,মাদ্রাসা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রওশন আলী তাঁর ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন-
নড়াইলের নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক জনাব মাশরাফি বিন মোর্ত্তজা, ম্যাশের উদ্দেশ্যে জনাব ডাঃ নুরের বক্তব্যের প্রাসঙ্গিকতা ও ডাঃ নুরের প্রতি কিছু কথা।
ডাঃ নুর আপনি কারো প্রতিপক্ষ কিংবা প্রতিযোগী নন যে সব বিষয়ে অংশগ্রহণ করা বাধ্যতা মুলক। অথবা যা মনে আসে তা বলাই বাক স্বাধীনতা। বলার আগে বিবেচনা করা জরুরী যে, কি বলছি, কেন বলছি, কাকে বলছি, আদৌ বলাটা যৌক্তিক কিনা কিংবা আমার কটুক্তি করার যোগ্যতা আছে কিনা?
এবার আপনার কথার প্রেক্ষিতে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে কিছু প্রশ্ন নিম্নে তুলে ধরলাম।
* ডাঃ নুর আপনি কি মনে করেন অজগ্রামসম ছোট একটা শহরের ছেলে ম্যাশ রাতারাতি বিখ্যাত হতে ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপে গিয়েছেন? নাকি অভ্যস্ত অনিয়মের বিরুদ্ধে আইনী প্রতিবাদে পদক্ষেপ নিয়েছেন?
* বিষয়টি কি খ্যাতির নাকি মানবিকতার?
* আপনার কি মনে হয় খেলার মাঠের ন্যায় এখানেও এক্সট্রা টাকা পাওয়ার উদ্দেশ্যেই ম্যাশ কাজগুলি করেছেন?
* আপনি কি ভবিষ্যৎ দ্রষ্টা যে ভবিষ্যতে সংসদে ম্যাশ প্রচলিত অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন না নিশ্চিত হয়ে তাঁকে সাজেশন দিলেন?
*বিতর্কে পান্ডিত ফলাবার অনেক সুযোগ আছে কিন্তু বাস্তব কর্মক্ষেত্রে কাজের ফলাফল ই প্রমাণ।
* কর্মক্ষেত্রের সমস্যা, অসুবিধা, সমাধানের উপায় ইত্যাদি উপস্থাপনার প্রাথমিক দায়িত্ব কার, কর্মীর নাকি সরকারের? ভেবেছেন, বলেছেন কোন ফোরামে, উদ্যোগ নিয়ে দেখিয়েছেন কখনো ?
* কাজটি যেই করুক কাজের উদ্যোগ মহৎ ও জনহিতকর হলে তা মেনে নিলে ব্যক্তি তথা মানবতা প্রশস্ত হয়। রাসুল (সাঃ) এর এ পরামর্শের কথা খেয়ালে রাখুন। কারন আপনি দায়িত্বশীল, সচেতন জ্ঞানী মানুষ।
* খেলার জন্য খেলোয়ারদের বাড়তি আয়ের বৈধ ফিরিস্তি দেওয়ার আগে ভেবেছেন ডাক্তারদের অবৈধ উপায়ে অর্জিত অর্থ যথা কোম্পানীর সুবিধা, টেস্টের কমিশন, অকারণ সিজার করে ক্লিনিক থেকে নেওয়া সুবিধা ইত্যাদি সহ আরো অনেক ক্ষেত্রের অর্থ কতটুকু বৈধ ? এ বিষয়ে প্রশ্ন তুলেছেন কখনো ?
সবশেষে বলি পন্ডিত সেজে জীবনে কিছু হওয়া যায়না। বরং পরিণামে মানুষের আশীর্বাদ ও পাওয়া যায়না। সুতরাং নেগেটিভ চিন্তা না করে পজিটিভ হয়ে চলা সবার উচিৎ।
আমি পেশায় একজন শিক্ষক হিসেবে এ অঙ্গনের অসুবিধা, সমস্যা সমূহ যতটুকু পারি আমার পারিপার্শ্বিক সমাজে তুলে ধরেছি বলেই সচেতনভাবে ডাক্তার নুরের প্রতি এত কথা বলার সাহস দেখালাম।আমরা কথা নয় কাজে বিশ্বাস করি।
অধ্যক্ষ মোঃ রওশন আলী
সভাপতি,
বেসরকারি স্কুল,কলেজ,মাদ্রাসা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।
নড়াইল জেলা,নড়াইল।
© All rights reserved (2010-2020)The Daily Alokito Narail
Leave a Reply