April 9, 2021, 3:40 pm
আলোকিত ডেস্ক : নড়াইলের ঐতিহ্যবাহী স্টুডেন্ট লাইব্রেরির ২০তম বর্ষপূর্তী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় লাইব্রেরি চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন স্থানীয় সুধীজন ও অতিথিবৃন্দ। পরে এক আলোচনা সভার অয়োজন করা হয়। এরপর অনুষ্ঠানে আগত সবাইকে কেক, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্টুডেন্ট লাইব্রেরির স্বত্ত্বধিকার সরদার রেজাউল হক জানান, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইলবাসীর ভালোবাসা ও প্রাণের প্রতিষ্ঠান, শিক্ষা বিস্তার ও শিক্ষা উপকরন সরবরাহে স্টুডেন্ট লাইব্রেরি আজীবন শিক্ষার্থীদের পাশে থাকবে।
উল্লেখ্য, সরদার রেজাউল হক বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম নড়াইল জেলা শাখার সভাপতি ও দৈনিক আলোকিত নড়াইল পত্রিকার সহকারী সম্পাদক।
© All rights reserved (2010-2020)The Daily Alokito Narail
Leave a Reply