January 20, 2021, 3:55 pm
আলোকিত ডেস্ক : নড়াইলে ভোক্তা অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট, মঙ্গলবার আলোকিত নড়াইলের প্রধান কার্যালয় ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নুর ইসলামের সাথে নড়াইল সুশীল সমাজের এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক আলোকিত নড়াইলের বার্তা সম্পাদক মো: রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমানেশ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষক সমিতি নড়াইল শাখার সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ মন্ডল, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রীতিষ বিশ্বাস, পুস্তক প্রতিনিধি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন ও প্রমুখ ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা করোনা কালীন ভোক্তাদের বিভিন্ন অধিকার ও কর্তব্য সম্পর্কে তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিক্রেতার পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, পণ্য মজুত করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, ওজনে ও পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজ ফিতায় কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অবহেলা প্রভৃতি কারণে ভোক্তা আইনের আশ্রয় নিতে পারেন।
© All rights reserved (2010-2020)The Daily Alokito Narail
Leave a Reply