আলোকিত ডেস্ক : কামব্যাক সোসাইটি-এর আয়োজনে ও মেসার্স আলম ফিলিং স্টেশনের সার্বিক সহযোগিতায় ‘নড়াইল ব্লাড ব্যাংক’ এর করোনাকালীন স্বেচ্ছাসেবী ও রক্ত দাতাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সময়ে গ্রুপের সদস্যদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সোমবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত করোনাকালীন স্বেচ্ছাসেবী মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব আন্জুমান আরা বেগম। তিনি এসময় নড়াইল ব্লাড ব্যাংকের সকল স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন। এছাড়া উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শামীমুল ইসলাম টুলু, ডা. দীপ বিশ্বাস সুদীপ, ডা. স্মৃতি কণা, আসাদ মুন্সি, প্রলয় কীর্তনীয়া, হায়দার আপন সহ কামব্যাক সোসাইটি’র দুইটি অঙ্গ সংগঠন তথা নড়াইল ব্লাড ব্যাংক ও নড়াইল প্লাজমা ব্যাংক ফেসবুক গ্রুপের স্বেচ্ছাসেবীগণ।
দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবীদের ভুমিকা ও কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করেন, ড. দীপ বিশ্বাস সুদীপ ও ড. স্মৃতি কণা।
Leave a Reply