February 26, 2021, 9:19 pm
নিজস্ব প্রতিবেদক : মুহম্মদ মতিউর রহমান গাজ্জালী একজন বহুমুখী প্রতিভার বাতিঘর।কর্মজীবনে বর্তমানে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল। তিনি একাধারে লেখক, কবি, সাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। ১৫ অক্টোবর ছিল কবির জন্মদিন।জন্মদিনে প্রিয় শুভাক্ঙ্ক্ষীদের উৎসর্গ করে লিখেছেন ‘একটা জন্মবৃত্তান্ত’ কবিতা।
একটা জন্মবৃত্তান্ত
-মতি গাজ্জালী
যদ্যপি ছিলে ভ্রুণ; পরিচয় ছিলো না,
জন্ম নেই তো; নাম কী গো হয়?
জন্মের পর কেমন বাড়ন্ত আর পড়ন্ত হলে,
একেই বুঝি জীবন বলে।
অনন্ত সময়ের ওঠোনে; মুহূর্তের কম সময়ে,
উত্তরাধিকারসূত্রে; উত্তরাধিকার রেখে যাওয়া ছাড়া কী আর করার ছিলো?
রহস্য; অজানা অচেনা কে যেন একটা জগত দিলো,
পৃথিবী রাষ্ট্র বা সমাজ কিছু দিলো, আর নিজের সব কেড়ে নিলো।
এখানে রাজা এলো; প্রজা হলো;
দীন আর মজলুম এলো,
দিন কাটে পাষাণপুরীর আসামীর মতো,
সেখানে খেললে; খেলালে; যার যার বুদ্ধি আর কৌশল যতো,
দিন যায়, সন্ধ্যা হয়ে রাত নামে, রেখে যাও শুধু ক্ষত।
এসেছিলে; ভেসেছিলে বানভাসি হয়ে;
হাত ধরেনি কেউ; কাছে এসে,
তারপরও; কেটেছে বেলা, সাঙ্গ হয়েছে খেলা;
অভিযোগ করোনি, বেঁচেছ হেসে।
মনে হয় এখন; স্রোতে যদি ভাসতে এসেছি,
জীবনের মাঝে ঝরতে এসেছি, মরণের আগে মরেছি,
এখানে আসার আবেদন; যদি করে থাকি; মহাভুল করেছি,
নাম নিয়ে, ঠিকানা নিয়ে, পরিচয় নিয়ে, লজ্জায় শুধু পড়েছি।
ভ্রুণ; লুপ্ত বা সুপ্ত থাকলে ক্ষতি কি ছিলো?
তোমার অঙ্কুরোদ্গম, জীবনকে কি দিলো!
অবাক হই; কে তুমি কচ্ছপ জীবন চাও!
অত স্বাদ; অতো সখ, অতো স্বপ্ন; কোথা থেকে পাও?
এতটুকু নিদ্রাসময়ের; জীবন যদি; এতো আরাধ্য হয়,
থেকে যাও; সুখী আর সফল যারা;
এ জায়গা আমার নয়।
তোমার; তোমাদের হোক জয়, আমার; আমাদের হোক না পরাজয়।
জেনে রেখো; সবই হয় লয়, সমুখে মহাপ্রলয়,
সেই ভ্রুণ জেগে ওঠুক; জন্মে যার নেই কোনো ক্ষয়,
জানি; এসব অলীক ভাবনা; এমনটা হবার নয়।
জন্মের কারণে নাম রেখেছে আমার; মতি নামেই পরিচয়।
© All rights reserved (2010-2020)The Daily Alokito Narail
Leave a Reply