February 26, 2021, 9:18 pm
স্টাফ রিপোর্টার : নড়াইল জেলার ঐতিহ্যবাহী সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জল শেখ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নড়াইলবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (১৭ অক্টোবর) সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহা অষ্টমীতে উজ্জল শেখ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।
তিনি বড়কুলা, সিংগা, গোবরা, শোলপুর, নলদীরচর, সুভারঘোপ, খোলশেখালী, বড়গাতীসহ ইউনিয়নের সবগুলো পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় উজ্জল শেখ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। শারদীয় দূর্গোৎসবের আনন্দ সকল ধর্ম, শ্রেণি পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সিংগাশোলপুর ইউনিয়নের পূজা কেবল সনাতন ধর্মালম্বীদের জন্য নয়। হিন্দু মুসলমানসহ নড়াইল ও আশপাশের জেলার মানুষ পূজা দেখতে সিংগাশোলপুর ইউনিয়নে আসে।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পূজার দশমী পর্যন্ত পুলিশ, র্যাব, ডিবি, আনসারসহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রাতে সাধারণ নাগরিকরা পূজা দেখতে বের হলে তাদের যেন কোন ধরণের হেনস্থা কিংবা হয়রানী শিকার না হয় সেটার যথাযথ ব্যবস্থা করতে হবে।
এ সময় উজ্জল শেখের সাথে পূজা মন্ডপ পরিদর্শন করেন নজরুল ইসলাম, রবিউল ইসলাম, রাজু মেম্বার, তুষার মেম্বার, লিটন শেখ, রজব মোল্ল্যা, জ্যোতির্ময়, পঙ্কজ বিশ্বাসসহ প্রমূখ স্থানীয় ব্যক্তিবর্গ।
© All rights reserved (2010-2020)The Daily Alokito Narail
Leave a Reply